সনমান্দী ইউপি চেয়ারম্যান জিন্নাহ্র নিজস্ব অর্থায়নে হরিহরদী – টেমদী রাস্তার উন্ন্য়ণ কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার
সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের হরিহরদী Ñ টেমদী রাস্তার উন্নয়ণ কাজের উদ্বোধন করছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জাহিদ হাসান জিন্নাহ। আজ সোমবার সকালে তিনি প্রধান অতিথি হিসেবে রাস্তাটির উন্নয়ণ কাজ উদ্বোবন করেন। নির্বাচনকালীন প্রতিশ্রুতি মোতাবেক হরিহরদী Ñ টেমদী প্রায় ২ কি.মি. রাস্তার উন্নয়ণ কাজ নিজস্ব অর্থায়নেই করছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান মোমেন সরকার, স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. জামান, ফজলুল হক মেম্বার, তোতা মেম্বার, খাদিজা মেম্বার, বীরমুক্তিযোদ্ধা ডা. সামসুল হক সহ অত্র এলাকার শত শত গন্যমান্য ব্যক্তিবর্গ। রাস্তাটি উদ্বোধনকালে এলাকাবাসী বলেন, অত্র রাস্তার উন্নয়ন কাজ শুরু করায় অত্র এলাকার শত শত মানুষের প্রানের দাবী পুরন হচ্ছে। এ রাস্তা দিয়ে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থী সহ প্রতিনিয়ত সনমান্দী ইউনিয়নের লেদামদী, মামুরদী, টেমদী, হরিহরদী, নোয়াগাঁও ইউনিয়নের বিজয়নগর, নয়ানগর, চৌরাপাড়া ও বারদী ইউনিয়নের আলমদী, আটবাড়ী, ভটেরপাড়া ও গ্রামের আশেপাশের এলাকার শত শত মানুষ যাতায়াত করছে এবং এদের যাতায়াতের একমাত্র পথ এটি। আজ চেয়ারম্যান জিন্নাহ এ অবহেলিত রাস্তার উন্নয়ণ কাজ উদ্বোধন করায় এলাকার মানুষের মুখে দিগন্তের ন্যায় হাসি ফুটছে। এ রাস্তাটি সম্পুর্ন করার কাজ হাতে নেয়ায় তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। চেয়ারম্যান জিন্নাহ মাত্র দু’দিন পূর্বে হরিহরদী মাঠে অত্র ইউনিয়নবাসীর অংশ গ্রহনে উম্মুক্ত আলোচনা সভায় ঘোষনা দিয়েছিলেন সরকারী বরাদ্ধে না হলেও নিজস্ব অর্থায়নে অত্র এলাকার উন্নয়ন করবেন এবং কেউ সাকোঁ বা নৌকা দিয়ে চলতে হবেনা। তার প্রতিশ্রুতির ধারাবাহিকতার অংশ হিসেবে আজ এ রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করলেন তিনি । চেয়ারম্যান জিন্নাহ বলেন, আমার ইউনিয়নবাসীর মধ্যে ব্যক্তি হিসেবে নয় উন্নয়ণের মাধ্যমে আমি বেঁচে থাকতে চাই