পূর্ব শত্রুতার জের ধরে সোনারগাঁয়ে কনফিডেন্স গ্রুপের সাইন বোর্ড ভাংচুর ও চুরি
পূর্ব শত্রুতার জের ধরে
সোনারগাঁয়ে কনফিডেন্স গ্রুপের সাইন বোর্ড ভাংচুর ও চুরি
স্টাফ রিপোর্টার
পূর্ব শত্রুতার জের ধরে সোনারগাঁয়ে কনফিডেন্স গ্রুপের সাইন বোর্ড ভাংচুর ও চুরি করে নিয়ে গেছে। গতকাল সোনারগাঁও থানা পুলিশ উপজেলার জামপুর ইউনিয়নস্থ সিংলাবো এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করছে। অভিযোগে জানাগেছে, কনফিডেন্স গ্রুপের কনফিডেন্স ষ্টীল মিলস লিমিটেড নামের অপর একটি প্রতিষ্ঠান গড়ার জন্য সোনারগাঁয়ের সিংলাবো এলাকায় জমি ক্রয় করেন এবং সেখানে খরিদ সূত্রে মালিক কনফিডেন্স ষ্টীল মিলস লিমিটেড লেখা ডিজিটাল ও স্টীলের তৈরী অর্ধশতাধিক সাইন বোর্ড স্থাপন করেন। ওসব সাইন বোর্ড গুলো শত্রুতাবসতঃ কে বা কারা ভাংচুর করে এবং কিছু সাইন বোর্ড চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে কনফিডেন্স কতৃপক্ষ সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছে।